স্টাফ রিপোর্টার | ইনিউজ অনলাইন | প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২১:৩২
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমেই দ্রুত জারি করতে হবে।”
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
সারজিস আলম বলেন, “জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমেই আদেশ জারি জরুরি।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারির কথা বলে জনগণের সঙ্গে পুনরায় প্রতারণার সুযোগ দেওয়া হবে না।”



