ইনিউজ ডেস্ক | প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫
রাজধানীর পুরান ঢাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৫) হত্যাকাণ্ডে জড়িত দুই শুটারকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইনিউজ অনলাইনকে জানান, গ্রেপ্তার দুইজনই পেশাদার শুটার এবং হত্যাকাণ্ডের পর সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।
এর আগে সোমবার (১০ নভেম্বর) সকালে পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। আদালতে হাজিরা শেষে রাজধানীর আফতাবনগরের বাসায় ফেরার পথে মোটরসাইকেলে আসা দুই শুটার এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন মামুন।
পুলিশ জানায়, নিহত মামুন ছিলেন ‘ইমন-মামুন’ গ্রুপের অন্যতম প্রধান এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। একসময় তিনি অপর শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। অপরাধ জগতের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “নিহত মামুন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে।”
পুলিশ সূত্র জানায়, মামুন ছিলেন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলারও আসামি।
প্রত্যক্ষদর্শীরা ইনিউজ অনলাইনকে জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কাছ থেকে ছয়-সাত রাউন্ড গুলি চালান। একটি গুলি মামুনের বুকের ডান পাশে ও আরেকটি হাতে লাগে। হামলাকারীদের একজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল বলে তারা জানান।



