শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষভুটানের চতুর্থ রাজার ৭০তম জন্মদিনে অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারি জেনারেলের অংশগ্রহণ

ভুটানের চতুর্থ রাজার ৭০তম জন্মদিনে অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারি জেনারেলের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫

ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক-এর ৭০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকাস্থ রেডিসন হোটেলে ভুটানের মান্যবর রাষ্ট্রদূত মি. দাসো কর্মা হামু দর্জি এর আমন্ত্রণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক-এর উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রদত্ত শুভেচ্ছা বার্তাটি ভুটানের রাষ্ট্রদূত মি. দাসো কর্মা হামু দর্জি-এর নিকট হস্তান্তর করেন।

এ সময় ভুটান সরকার ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments