শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকসৌদি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ; ইমাম প্রশিক্ষণে সহায়তার আশ্বাস

সৌদি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ; ইমাম প্রশিক্ষণে সহায়তার আশ্বাস

📰 আন্তর্জাতিক সম্পর্ক: সৌদি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ; ইমাম প্রশিক্ষণে সহায়তার আশ্বাস

সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াত ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আব্দুললতীফ বিন আবদুল আজিজ আল-শাইখ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেদ্দা প্রদেশে তাঁর দপ্তরে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন এবং তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলটি বর্তমানে সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছে।

সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কল্যাণ ও ধর্মীয় সেবায় সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সৌদি মন্ত্রী বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনাধীন ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস প্রদান করেন।

শেখ ড. আব্দুললতীফ আল-শাইখ বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও গভীর ও দৃঢ়। তিনি জানান, ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় দাওয়াত, সচেতনতা এবং দিকনির্দেশনামূলক কার্যক্রমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আগ্রহী, যা সৌদি আরবের ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অন্যদিকে, বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. খালিদ হোসেন সৌদি মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের নেতৃত্বমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই পবিত্র মসজিদ ও হজযাত্রীদের সেবায় সৌদি সরকারের বিশাল প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও ধর্মীয় শিক্ষা কার্যক্রমে যৌথ সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যা উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং হজ কনসাল আসলাম উদ্দীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments