শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকদুর্নীতি ও বিচারহীনতার বিরুদ্ধে মেক্সিকোয় জেন-জি বিক্ষোভ, সহিংসতায় বহু আহত

দুর্নীতি ও বিচারহীনতার বিরুদ্ধে মেক্সিকোয় জেন-জি বিক্ষোভ, সহিংসতায় বহু আহত

মেক্সিকোয় ক্রমবর্ধমান অপরাধ, দুর্নীতি ও বিচারহীনতার বিরুদ্ধে শনিবার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জেন-জিদের ডাকে আয়োজিত এই বিক্ষোভে শুরুতেই তরুণরা রাস্তায় নামলেও পরে সব বয়সী হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ১২০ জন এবং পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করে। খবর আল জাজিরার।

মিচোয়াকানে নিহত মেয়র কার্লোস মানজোর সমর্থকরাও বিক্ষোভে যোগ দেন। তারা তার রাজনৈতিক আন্দোলনের প্রতীক হিসেবে খড়ের টুপি পরে মিছিল করেন।

এদিকে মেক্সিকো সিটিতে হুড পরা একদল বিক্ষোভকারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের বাসভবনের চারপাশে স্থাপন করা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলে। এতে দাঙ্গা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

মেক্সিকো সিটির জননিরাপত্তা সচিব পাবলো ভাজকুয়েজ জানান, সংঘর্ষে ১০০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় ২০ জন বেসামরিক নাগরিকও আহত হয় বলে তিনি উল্লেখ করেন।

চলতি বছর বিভিন্ন এশীয় ও আফ্রিকান দেশেও জেন-জিদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ দেখা যায়। বৈষম্য, গণতান্ত্রহীনতা ও দুর্নীতির বিরুদ্ধে এই তরুণ প্রজন্ম সোচ্চার ছিল। জেন-জি বিক্ষোভে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। সামাজিকমাধ্যমে নিষেধাজ্ঞার পর সেপ্টেম্বরে নেপালেও জেন-জি আন্দোলনে সরকার পতন ঘটে। মাদাগাস্কারে বিদ্যুৎ-পানির সংকট নিয়ে তরুণদের বিক্ষোভের জেরে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments