লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আবুল কালাম জহির (৫০) নামের এক বিএনপি কর্মীকে দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি শনিবার রাতের দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর এলাকায় ঘটে।
নিহত জহির ওই এলাকার মুনছুর আহমেদের ছেলে। চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়েজুল আজীম নোমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডের পেছনে মাদক ব্যবসা বা ব্যক্তিগত বিরোধের জটিলতা থাকতে পারে



