জামায়াত আমীরের সতর্কবার্তা: আলেমদের বিরুদ্ধে অশোভন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান
স্টাফ রিপোর্টার | ইনিউজ
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ তাঁর অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোষ্ট করেছেন। বার্তায় তিনি দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান—কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে অশোভন বা কটূক্তিমূলক মন্তব্য করা যাবে না।
তিনি স্পষ্টভাবে বলেন, “যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তারা কখনো কোনো আলেমকে নিয়ে অশোভন মন্তব্য করবেন না। যদি কেউ এমনটি করেন, ধরে নেওয়া হবে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন না।”
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, আলেম-ওলামাদের মর্যাদা রক্ষা করা ইসলামী আন্দোলনের আদর্শিক ও নৈতিক দায়িত্ব। তাই সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ বজায় রাখতে দলের সবার প্রতি তিনি আহ্বান জানান।



