জুলাই আন্দোলনের সময় নিহতদের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই রায় ঘোষণা করবেন।
রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। পাশাপাশি বিদেশি একটি বার্তাসংস্থা সরাসরি সম্প্রচারের অনুমতি চেয়েছে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ‘আমরা আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। তবে আদালত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিবেচনা প্রয়োগ করবেন।’



