রাজধানী: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও ও বিজ্ঞাপন ছড়ানোর ঘটনা সামনে আসায় জনগণকে সতর্ক থাকতে বলেছে অর্থ মন্ত্রণালয়। রোববার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরের মাধ্যমে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছড়ানো ভিডিওটি প্রাথমিকভাবে বিশ্লেষণ করে মনে করা হচ্ছে—একটি সংগঠিত স্বার্থান্বেষী গোষ্ঠী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অর্থ উপদেষ্টার মুখচ্ছবি ও কণ্ঠস্বর নকল করেছে। তৈরি করা ভিডিওতে এমন কিছু বক্তব্য যোগ করা হয়েছে, যার কোনো অংশই অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয়ের অবস্থানকে প্রতিফলিত করে না।
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর ভিডিও জনমনে ভুল ধারণা তৈরি করছে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে প্রতীয়মান হচ্ছে। তাই জনসাধারণকে অনুরোধ করা হয়েছে, এই ধরনের ভিডিও কিংবা লোভনীয় আর্থিক প্রলোভন দেখানো পোস্ট দেখে যেন কেউ কোনো সিদ্ধান্ত না নেয় বা আর্থিক লেনদেনে জড়িত না হয়।
অর্থ মন্ত্রণালয় আরও জানায়, ভুয়া ভিডিওটি দ্রুত অপসারণ এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়বদ্ধতা ও সতর্কতা অবলম্বন করতে সবাইকে আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়—অনলাইন প্ল্যাটফর্মে যেকোনো তথ্য বিশ্বাস করার আগে সত্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে সরকারি কর্মকর্তা বা উপদেষ্টাদের নামে প্রচারিত কনটেন্ট সম্পর্কে নিশ্চিত না হয়ে সেটি শেয়ার বা বিশ্বাস না করতে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।



