শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিত্রয়োদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড়–১ থেকে লড়তে মনোনয়ন নিলেন সারজিস আলম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড়–১ থেকে লড়তে মনোনয়ন নিলেন সারজিস আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়–১ আসন থেকে লড়তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র নেন।

মনোনয়নপত্র সারজিস আলমের হাতে তুলে দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ফরম সংগ্রহের সময় সারজিসের সমর্থকেরা বাদ্যযন্ত্র বাজিয়ে উপস্থিত ছিলেন।

পঞ্চগড়–১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া এবং আটোয়ারী উপজেলা (বোদা পৌরসভার অংশ ছাড়া) নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী হিসেবে রয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির।

মনোনয়ন ফরম নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, পঞ্চগড়ের মানুষের সমর্থন ও দোয়া পেলে জেলায় চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান ঘটানো হবে। পাশাপাশি জেলার স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক করা এবং শিল্পকারখানা স্থাপনে বিশেষ উদ্যোগ নেবে এনসিপি।

এসময় উপস্থিত একজন সমর্থক জানান, সারজিস আলমের মনোনয়ন ফরমের ১০ হাজার টাকার পুরো ব্যয় তিনি পরিশোধ করবেন।

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখন পর্যন্ত দলটি ১ হাজার ১০০ মনোনয়নপত্র বিক্রি করেছে। ২০ নভেম্বর পর্যন্ত ফরম বিতরণ চলবে, আর ২১ ও ২২ নভেম্বর মনোনয়ন সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments