রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
spot_img
Homeসারাদেশআগারগাঁও ও নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১০

আগারগাঁও ও নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১০

রাজধানীর আগারগাঁও ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে পৃথক বিস্ফোরণে একই পরিবারসহ ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আগারগাঁওয়ে শনিবার ভোরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মাছ ব্যবসায়ী মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ (১৯) ও সাকিব (১৬), মেয়ে মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬) দগ্ধ হন। ভোর সাড়ে চারটার দিকে বিস্ফোরণের পর সকালে তাদের হাসপাতালে নেওয়া হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দগ্ধরা শেরপুরের নালিতাবাড়ী এলাকার বাসিন্দা।

এদিকে একই দিনে সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের অন্তত চারজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সাকিব, ইভা, আসিফ, আনেজা বেগম ও অন্তঃসত্ত্বা মনিরার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। মনিরার শরীরের ৮ শতাংশ, আনেজা বেগমের ১০ শতাংশ, সাকিবের ৭ শতাংশ, আসিফের ৫ শতাংশ এবং ইভার ২ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই, মা ও ভাইয়ের দুই মেয়ে ওই বাসার নিচতলায় ভাড়া থাকতেন। ভোরে রান্নাঘরে বিকট বিস্ফোরণের শব্দের পর আগুনে তারা ঝলসে যান। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস চুলা থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments