২০২৬ বিশ্বকাপের ড্রয়ের পর প্রকাশিত হলো পূর্ণাঙ্গ সময়সূচি ও ভেন্যু, আর ভক্তদের নজর স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচগুলোতে। টুর্নামেন্ট শুরু হবে ‘এ’ গ্রুপের মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া-উয়েফা প্লে-অফ দলের ম্যাচ দিয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে, বাংলাদেশ সময় সকাল ৮টায়। দ্বিতীয় ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে ২৩ জুন রাত ১২টায় এবং তৃতীয় ম্যাচ জর্ডানের বিপক্ষে ২৯ জুন রাত ৯টায় মাঠে নামবে আর্জেন্টিনারা। ব্রাজিল ১৩ জুন প্রথম ম্যাচে মুখোমুখি হবে মরক্কোর, বাংলাদেশ সময় সকাল ৫টায়। দ্বিতীয় ম্যাচ ২০ জুন হাইতির বিপক্ষে সকাল ৮টায়। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ ম্যাচও ২০ জুন, যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৫টায় অনুষ্ঠিত হবে।



