বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষটিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার

টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানায় সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাটারা থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে ভোরে তাকে আটক করা হয়।

কনটেন্ট ক্রিয়েটর লায়লা জানান, মামুনের গ্রেপ্তার হওয়ার খবর সত্য হলেও কোন মামলার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে তা তিনি নিশ্চিত নন। তার দাবি, মামুনের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

এর আগে, গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরবর্তীতে ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেয়। এছাড়া, লায়লা তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন।

চলতি বছরের ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম মামলাটি খারিজের আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, পূর্বের সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ কার্যকর হওয়ায় মামলার অভিযোগ ধারা আর প্রযোজ্য হয়নি।

প্রিন্স মামুন মূলত টিকটক ও লাইকি প্ল্যাটফর্মে নিজের তৈরি মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে পরিচিতি লাভ করেন এবং সেখান থেকেই জনপ্রিয় হয়ে ওঠেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments