ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সঙ্গে সাড়ে আট বছরের সম্পর্কের অবসান ঘটল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভাটারা থানা এলাকার একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে সাত কলেজের সব ধরনের একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব নতুন গঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় (DCU)-এর হাতে হস্তান্তর করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি সংক্রান্ত সকল তথ্য ও ফি DCU-এর অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
এর মাধ্যমে ২০১৭ সালে শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের যৌথ পথচলার সমাপ্তি ঘটল। এর আগে, চলতি বছরের জানুয়ারিতে সাত কলেজকে ঢাবির অধিভুক্তি থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয় এবং মার্চে ইউজিসির মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করা হয় “ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়”।
উল্লেখ্য, সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও তিতুমীর কলেজ।