বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিবিএনপিগোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন

গোপালগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এস এম তৌফিক, আজিজুর রহমান বেনা, কে এম বাবর, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান।

এ ছাড়া সদর উপজেলা ছাত্রদল সভাপতি তাসবীর হোসেন, সদর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি শেখ হাফিজুর রহমান, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ রেজভী আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, শ্রমিক দলের সদস্য সচিব শেখ আব্দুল্লাহ, যুবদল নেতা রাজিব বিশ্বাস, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments