বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeবিনোদনহাওয়াইয়ান গিটার ও মায়াবী সুরলহরীর মেলবন্ধন

হাওয়াইয়ান গিটার ও মায়াবী সুরলহরীর মেলবন্ধন

বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদ (বিএইচজিএসপি)-এর সহযোগিতায়, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, আজ শনিবার এটির ধানমন্ডিস্থ নুভেল ভ্যাগ অডিটোরিয়ামে আয়োজন করেছে একটি হৃদয়স্পর্শী সঙ্গীতানুষ্ঠান ‘অ্যান ইভিনিং অব হাওয়াইয়ান গিটার’ ।

মোহনীয় এই সন্ধ্যায় ১৪ জন দক্ষ শিল্পীর পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। তারা হাওয়াইয়ান গিটারের স্বাক্ষরধর্মী স্লাইড সুর এবং মায়াবী সুরলহরী উপস্থাপন করেন। পরিবেশিত রচনাগুলোতে ধ্রুপদী, লোকজ ও সমসাময়িক ধারা অন্তর্ভুক্ত ছিল, যা একদিকে হাওয়াইয়ান গিটারের বহুমুখী বৈশিষ্ট্য এবং অন্যদিকে এর গভীর সাংস্কৃতিক আবেদনকে ফুটিয়ে তোলে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের চিফ নিউজ এডিটর জনাব রাশেদ আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের সভাপতি গিটার গুরু মো. হাসানুর রহমান বাচ্চু।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের (বিএইচজিএসপি) লক্ষ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে হাওয়াইয়ান গিটার সঙ্গীতের জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রসার ঘটানো। সংগঠনের ভিত্তি স্থাপিত হয় বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) থেকে, যেখানে ১৯৯০ সালে ন্যাশনাল হাওয়াইয়ান গিটার ফেস্টিভ্যাল কাউন্সিল একটি উল্লেখযোগ্য তিনদিনব্যাপী উৎসবের আয়োজন করে। এই উৎসবে অংশগ্রহণ করেন দেশের প্রখ্যাত গিটারবাদক পান্না আহমেদ, এনামুল কবীর, আকরাম হোসেন, সৈয়দ লুৎফুল হক, হাসানুর রহমান বাচ্চু ও মোফাজ্জল হোসেন চৌধুরী বিধু সহ আরো অনেকেই।

বিএইচজিএসপি প্রতিষ্ঠালগ্ন থেকেই হাওয়াইয়ান গিটারের জনপ্রিয়তা বৃদ্ধি, সঙ্গীতশিল্পীদের মধ্যে সৌহার্দ্য প্রতিষ্ঠা এবং নতুন প্রতিভাদের উদ্বুদ্ধ ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে কাজ করে যাচ্ছে। কনসার্ট, কর্মশালা ও যৌথ আয়োজনের মাধ্যমে সংগঠনটি সাংস্কৃতিক সচেতনতা গড়ে তোলা, সৃষ্টিশীল প্রকাশ উৎসাহিত করা এবং বাংলাদেশের শিল্পী সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এগিয়ে চলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments