শিল্পী ফাতেমা তুজ জোহরা, শিল্পী ইয়াসমীন মুস্তারী, ড. সফিউর রহমান ও কবি আসাদ কাজল । চার ভুবনের চার বাসিন্দা। তারা থাকবেন কবি রেজাউদ্দিন স্টালিনের উপস্থাপনায় বিটিভির ‘চাওয়া পাওয়া’র বিশেষ পর্ব ‘প্রেমে ব্যর্থতার জন্য -কে বেশি দায়ী নারী না পুরুষ?’।
এ পর্বে আমন্ত্রিত অতিথি কবি আসাদ কাজল এ অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সত্যিই ভালো লেগেছে। কারণ তারকা তর্কে বলতে পেরেছি, প্রেমে ব্যর্থতার জন্য নারীর প্রেম বর্জিত অতিরিক্ত লোভ, অতিরিক্ত চাহিদা, সিদ্ধান্তহীনতা, সেক্রিফাইজ সহ নারীর ইত্যাদি দিকগুলো দায়ী করেছি। অন্যদিকে নারীরাও পুরুষের নানাদিক দায়ী করে সুন্দর যুক্তি উপস্থাপন করেছেন।
কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, প্রেমে ব্যর্থতার জন্য কে বেশি দায়ী। এ নিয়ে উভয় পক্ষই ভালো বলেছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ যুক্তি উপস্থাপন করেছেন।
এ অনুষ্ঠানটি প্রচারিত হবে বিটিভিতে আগামীকাল, রবিবার সন্ধ্যা ৭টায়।