অবশেষে এক ছাতার নিচে শাহরুখ, সালমান ও আমির! তবে এই মিলন আরিয়ান খানের হাত ধরে হতে যাচ্ছে বলে জোর গুঞ্জন।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক ছবি, যেখানে দেখা যায় শুটিং সেটের পাশে একটি প্রসাধনী ভ্যান রাখা, ভ্যানে লেখা রয়েছে তিন খানের নাম। ছবি প্রকাশিত হতেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেটিজেনরা মন্তব্য করেছেন, “বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার, মনে হচ্ছে অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।”
সম্ভাবনা করা হচ্ছে, এই মিলন ঘটতে পারে আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাড্স অফ বলিউড’-এ। ইতিমধ্যেই সিরিজের ঝলকে দেখা গেছে সালমানকে, শাহরুখও confirmed থাকছেন। তাই আমিরেরও উপস্থিতি প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।
গত বছর আমির নিজেও প্রকাশ করেছিলেন তিন খানের সঙ্গে কাজ করার ইচ্ছা। তিনি বলেছেন, “তিনজনের একসঙ্গে অভিনয় করা উচিত। শাহরুখ ও সালমানও এতে সহমত হয়েছেন। তবে সেটার জন্য একটি ভালো গল্প ও চিত্রনাট্যের প্রয়োজন। আমরা সেটারই অপেক্ষায় রয়েছি।”
ছবিটি প্রকাশের পর থেকে নেটিজেনরা উত্তেজনায় ভাসছেন এবং আগামী ওয়েব সিরিজে তিন খানের একসঙ্গী উপস্থিতি দেখার জন্য অধীর আগ্রহ প্রকাশ করছেন।



