শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকবাংলাদেশ ব্যাংকের গভর্নর: মূলধন ১০% নিচে গেলে কোনো কর্মকর্তা বোনাস পাবেন না

বাংলাদেশ ব্যাংকের গভর্নর: মূলধন ১০% নিচে গেলে কোনো কর্মকর্তা বোনাস পাবেন না

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকের মূলধন যদি ১০ শতাংশের নিচে নেমে যায় এবং প্রভিশন লস হয়, তাহলে ডিভিডেন্ড ও বোনাস দেওয়া হবে না। তিনি আরও জানিয়েছেন, কোনো কর্মকর্তা বোনাস পাবেন না যদি তাদের ব্যাঙ্ক প্রভিশন লস করে।

শনিবার রাজধানীর এক হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশ (এনআরবি) আয়োজিত “ব্র্যান্ডিং বাংলাদেশ; আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ, আগামীর অর্থনীতি” শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গভর্নর এসব কথা বলেন।

তিনি বলেন, “চেষ্টা করছি বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করার। গত কয়েক বছরে অর্থ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছিল, সেখান থেকে ফিরিয়ে আনতে কাজ চলছে। রেমিট্যান্স প্রবাহ ২১% বৃদ্ধি পাওয়ায় এবং সংকটের মধ্যে রফতানিও বাড়ায় ব্যালেন্স অব পেমেন্টে উদ্বৃত্ত তৈরি হয়েছে।”

গভর্নর আরও বলেন, “আগে হুন্ডি ও কমিশন বাণিজ্যের কারণে প্রবাসী আয়ের ৩০% লিকেজ হত। এখন সুশাসন ও নিয়মকানুনের কারণে তা কমে এসেছে। ব্যাংকের ঋণ অনাদায়ি থাকলে তিন মাসের মধ্যে তা নন-পারফর্মিং লোন হিসেবে গণ্য হবে।”

তিনি জানান, জুনের খেলাপি রিপোর্ট অনুযায়ী ৫টি ব্যাংকে একীভূতকরণের বিষয়ে রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে আলোচনা শুরু হবে। এক-দুই বছরের মধ্যে ব্যবস্থা বাস্তবায়ন করলে কর্মকর্তা ও আমানতকারীদের জন্যও সুবিধা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments