শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষবাংলাদেশে রেমিট্যান্সে বছরে ১.৪৮ বিলিয়ন ডলার হারাচ্ছেন প্রবাসীরা

বাংলাদেশে রেমিট্যান্সে বছরে ১.৪৮ বিলিয়ন ডলার হারাচ্ছেন প্রবাসীরা

২০২৫ – ২০২৪ সালে বৈশ্বিকভাবে প্রবাসী রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০৫ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে উচ্চ ফি, লুকানো চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে প্রায় ৫৭ বিলিয়ন ডলার অপচয় হয়েছে।

একই সময়ে বাংলাদেশে প্রবাসীরা প্রেরণ করেছেন ২৬.৯ বিলিয়ন ডলার, যার মধ্যে প্রায় ১.৪৮ বিলিয়ন ডলার (প্রায় ১৬,২০০ কোটি টাকা) অতিরিক্ত খরচে হারিয়েছে। এই হারানো অর্থ দেশের বার্ষিক বাজেটের প্রায় ২.০২৫ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ০.৩৩ শতাংশের সমান।

এই তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ “না’লা” (NALA) বাংলাদেশে তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছে। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে “না’লা বাংলাদেশ”-এর হেড অব গ্রোথ মাহমুদুল হাসান বলেন, প্রবাসীদের কষ্টার্জিত টাকা নিরাপদ, দ্রুত ও বিনামূল্যে দেশে পৌঁছানোই তাদের অঙ্গীকার।

তিনি আরও জানান, প্রবাসীরা ব্যাংক বা মানি এক্সচেঞ্জের ঝামেলা এবং অতিরিক্ত চার্জ এড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসেই সর্বোত্তম রেটে টাকা পাঠাতে পারবেন। “না’লা” অ্যাপের মাধ্যমে ২৪৯টি ব্যাংক ও ২৬টি মোবাইল মানি সার্ভিস লেনদেন সম্ভব।

“না’লা” বর্তমানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে বাংলাদেশসহ আফ্রিকা ও এশিয়ার ১৪টি দেশে রেমিট্যান্স পাঠানোর সুবিধা দেয়। এ প্ল্যাটফর্মের ৫ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে।

মাহমুদুল হাসান বলেন, “আমরা চাই বাংলাদেশের প্রবাসীরা গর্বের সঙ্গে বলতে পারেন— ‘আমাদের টাকা নিরাপদে, দ্রুত এবং বিনামূল্যে দেশে পৌঁছাচ্ছে।’ এভাবেই রেমিট্যান্স প্রবাহকে শক্তিশালী করে জাতীয় অর্থনীতিকে এগিয়ে নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments