শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeবিনোদনকালজয়ী শিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার

কালজয়ী শিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার

বাংলাদেশের সংগীতাঙ্গনের কালজয়ী শিল্পী সাবিনা ইয়াসমিনকে তার দীর্ঘ ও গৌরবময় সংগীতজীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করেন পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ

সম্মাননা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যিনি সাবিনা ইয়াসমিনকে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘ আয়ু কামনা করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, এবং বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন।

উপস্থিতরা উল্লেখ করেন, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে বাংলা গান চলচ্চিত্রের গান থেকে আধুনিক ও দেশাত্মবোধক গান—সব ক্ষেত্রেই শ্রোতাদের মুগ্ধ করেছে। তার কণ্ঠের আবেদন প্রজন্ম থেকে প্রজন্মকে ছুঁয়ে যাচ্ছে।

সম্মাননা অনুষ্ঠানে শিল্পী সাবিনা ইয়াসমিন নিজেই ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামের একক সংগীত পরিবেশন করেন, যেখানে তার কণ্ঠের সুর ও ভাবমূর্তির মাধ্যমে দর্শকরা নতুনভাবে মুগ্ধ হন।

এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল প্রতিভাকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments