ব্যক্তিজীবন, শোবিজ ও সরকারের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত মতামত ব্যক্ত করা অভিনেত্রী শবনম ফারিয়া এবার তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। শনিবার ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি জানিয়েছেন, বর্তমানে দেশের কোনো রাজনৈতিক দল বা সম্প্রতি নিষিদ্ধ কোনো দলের সঙ্গে তার কোনো সম্পর্ক বা সমর্থন নেই।
পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, সামাজিক মাধ্যমে যা কিছু লেখেন তা কখনো কখনো খবর হয়ে প্রকাশিত হয়, যা প্রথমে হাসির, পরে বিব্রতকর এবং কখনো বিরক্তিকর হয়ে উঠে। বিশেষ করে জোর করে তাকে রাজনৈতিক কোনো বিষয়ে যুক্ত করার প্রচেষ্টা তিনি অগ্রহণযোগ্য মনে করেন।
তিনি উল্লেখ করেছেন, তিনি কোনো রাজনৈতিক চরিত্র নন, বরং ভবিষ্যতে নিজেকে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে গড়ে তুলতে চান এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চান। রাজনীতি তার জন্য কোনো মঞ্চ নয়। পোস্টে তিনি আরও বলেছেন, “ভালোকে ভালো, খারাপকে খারাপ, চোরকে চোর, আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলা আমার নীতিতে পড়ে।”
শবনম ফারিয়া ব্যক্তিগতভাবে কঠিন সময় পার করছেন বলে উল্লেখ করে অনুরাগীদের দোয়া ও সমর্থনের অনুরোধও করেছেন এবং অন্য কাউকে অহেতুক বিব্রত করার অভ্যাস থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।



