শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeধর্মসোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার রাষ্ট্রের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম....

সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার রাষ্ট্রের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন

পাকিস্তানের ইসলামাবাদে শনিবার অনুষ্ঠিত আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) সম্মেলনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেছেন। জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করে পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়

ধর্ম উপদেষ্টা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা অনুযায়ী সততা, নৈতিকতা ও কল্যাণকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে এটি মানবতার কল্যাণে শক্তিশালী হাতিয়ার হিসেবে পরিণত হতে পারে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়া মানুষের চিন্তাভাবনা, শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধের ওপর ব্যাপক প্রভাব ফেলে। সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে এটি জ্ঞানচর্চা, দ্বীনি দাওয়াত, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।

ড. খালিদ হোসেন সতর্ক করেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সমাজে অশ্লীলতা, ভ্রান্ত মতবাদ, গুজব ও নৈতিক অবক্ষয়ের কারণ হতে পারে। এ বছর সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘মহানবী (সা.) এর শিক্ষার আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারে শিখন ও প্রশিক্ষণে রাষ্ট্রের দায়িত্ব’

সম্মেলনের সভাপতিত্ব করেন পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের ফেডারেল মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ। এসময় বক্তৃতা করেন পাকিস্তানের দারিদ্র্য দূরীকরণ মন্ত্রী ইমরান শাহ, ফিলিস্তিনের রাষ্ট্রপতির ধর্ম বিষয়ক উপদেষ্টা ও শরীয়াহ কোর্টের প্রধান বিচারপতি শায়খ মাহমুদ সিদক, বাহরাইনের শরীয়াহ শুরা কাউন্সিলের সদস্য শায়খ আদিল আবদুর রহমান, মিশরের দারুল ইফতার সচিব শায়খ আব্দুল হামিদ রাগীব প্রমুখ।

ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে একটি নৈতিক ও জ্ঞানভিত্তিক শিক্ষার প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তরিত করার জন্য রাষ্ট্রের সক্রিয় উদ্যোগের প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments