বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকপুতিনের বার্তা পৌঁছে দিলেন ট্রাম্প, জেলেনস্কির প্রত্যাখান

পুতিনের বার্তা পৌঁছে দিলেন ট্রাম্প, জেলেনস্কির প্রত্যাখান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চল ছাড়ার প্রস্তাব দিয়েছেন। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হয়। এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রথম শীর্ষ বৈঠক। বৈঠক চলে প্রায় তিন ঘণ্টা। সেখানে পুতিন জানিয়ে দেন, যদি ইউক্রেন পুরো দোনেৎস্ক রাশিয়ার হাতে তুলে দেয়, তাহলে যুদ্ধক্ষেত্রের বেশিরভাগ স্থানে সাময়িক স্থিতাবস্থা (ফ্রন্টলাইন স্থির রাখা) মেনে নেওয়া যেতে পারে।

তবে জেলেনস্কি এই প্রস্তাবে রাজি হননি। তিনি স্পষ্ট করে জানান, ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়বে না।

উল্লেখ্য, রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ দখলে নিয়েছে, যার মধ্যে দোনেৎস্ক প্রদেশের প্রায় তিন-চতুর্থাংশ রয়েছে। রাশিয়া প্রথম এই অঞ্চলে প্রবেশ করে ২০১৪ সালে।

বৈঠকের পর ট্রাম্প বলেন, রাশিয়া একটি বড় শক্তি, ইউক্রেন তা নয়। তাই যুদ্ধ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তিনি আরও বলেন, তিনি ও পুতিন মনে করেন শান্তি চুক্তি করা সম্ভব, তবে এর আগে যুদ্ধবিরতির শর্ত রাখার প্রয়োজন নেই।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এদিকে ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেও তারা ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার এবং রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments