বুধবার, আগস্ট ২০, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকরবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’

রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’

আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় এরিন এখন চতুর্থ মাত্রার শক্তিশালী অবস্থায় পৌঁছেছে। এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে ঝড়টি অ্যাঙ্গুইলা থেকে ১২০ মাইল উত্তর-পূর্বে অবস্থান নিয়েছে এবং এর আশপাশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩৩ কিলোমিটার।

মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (National Hurricane Center, NHC) শনিবার (১৬ আগস্ট) জানায়, রবিবার (১৭ আগস্ট) ঝড়ের প্রভাবে উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিস্পানিওলা এবং টার্কস ও কাইকোস দ্বীপপুঞ্জের কিছু অংশে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন সপ্তাহে বাহামা, বারমুডা এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ ইতোমধ্যেই সতর্কতা জারি করেছে এবং পর্যটক, নৌযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments