ভারতের সঙ্গে নির্ধারিত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ফলে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বিলম্বিত হচ্ছে এবং ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের আশঙ্কা দেখা দিয়েছে।
আগামী ২৫-২৯ আগস্ট মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছে রয়টার্স ও এনডিটিভি প্রফিট। এর আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সফরটি নিয়ে অনিশ্চয়তার খবর দেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। বাকি ২৫ শতাংশ আরোপ করা হবে কি না, তা নির্ভর করছে ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্যের ওপর।
সবচেয়ে বড় জট দেখা দিয়েছে কৃষি খাতে। যুক্তরাষ্ট্র ভারতের বাজারে কৃষি ও দুগ্ধপণ্য প্রবেশাধিকার চাইছে, কিন্তু ভারত সরকার নিজেদের কৃষকদের স্বার্থে তা মানতে রাজি নয়।
সূত্র: রয়টার্স, এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রে