বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়গোয়াইনঘাটে দেড়হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার, নৌকা ধ্বংস

গোয়াইনঘাটে দেড়হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার, নৌকা ধ্বংস

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রের জিরোপয়েন্ট থেকে চুরি হওয়া সাদা পাথর উদ্ধারে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জুমপাড় এলাকা থেকে প্রায় দেড় হাজার (১৫০০) ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় জাফলং জিরোপয়েন্টে প্রতিস্থাপন করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৫০টি নৌকা ধ্বংস করা হয়। অভিযানে পুলিশ ও বিজিবি সহায়তা প্রদান করে।এর আগে, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনের অভিযানে পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে আট হাজার (৮,৫০০) ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে ফেরত দেওয়া হয়। শুক্রবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রশাসন, পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন।অভিযানে উপস্থিত ছিলেন সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম এবং জাফলং বিট পুলিশের এএসআই মোবারক হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।গোয়াইনঘাট ইউএনও রতন কুমার অধিকারী বলেন,“জাফলং জিরোপয়েন্ট থেকে কিছু অসাধু চক্র রাতের আঁধারে পাথর চুরি করছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত মোট সাড়ে ৯ হাজার ঘনফুট পাথর উদ্ধার সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।”তিনি আরও জানান, পাথর লুটপাট রোধে পুলিশ ও বিজিবির ২৪ ঘণ্টা টহল অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments