বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়বগুড়ায় ৬ গ্রেনেড উদ্ধার

বগুড়ায় ৬ গ্রেনেড উদ্ধার

বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি গ্রেনেড উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোট কুমিড়া মারকায মসজিদের পাশের একটি ডোবা থেকে এই গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী রাসিব হাসান নামের এক যুবক জানান, দুপুরে মাছ মারার জন্য আমি ডোবাতে নেমে পানি সেচের সময় আমার হাতে লোহার বলের মত কিছু একটা অনুভব করি। পানি থেকে তুলে দেখি এটি গ্রেনেড। তখনই আমি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা ডোবার মধ্য আরো তিনটি গ্রেনেড খুঁজে পায়। পরে আমি সদর থানার এসআই শামিনুল ইসলামকে বললে তিনি পুলিশ নিয়ে এসে গ্রেনেডগুলো উদ্ধার করে।

এসআই শামিনুল ইসলাম আমার দেশকে বলেন, স্থানীয় যুবকের ফোন পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে এসে চারটি গ্রেনেড উদ্ধার করি। পরে খোঁজাখুঁজি করে আরো ২টিসহ মোট ৬টি গ্রেনেড উদ্ধার করি৷ বোম ডিসপোজাল ইউনিট না আসা পর্যন্ত গ্রেনেড গুলো বালতির ভেতরে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির আমার দেশকে বলেন, গ্রেনেড উদ্ধারের খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। গ্রেনেডগুলো কোন সময়ের?? তাজা কিনা সে ব্যাপারে বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা নিরীক্ষা শেষে সিদ্ধান্ত নিবে। গ্রেনেড গুলো কোথায় থেকে আসলো, কে আনলো সেব্যাপারে তদন্ত চলছে।

ঘনবসতি এলাকায় গ্রেনেড উদ্ধার হওয়ায় গ্রামবাসীর মধ্য আতংক বিরাজ করছে। ঘটনাস্থলে সদর থানা পুলিশের একাধিক টিম ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments