মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়বাদী ফোরামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।
গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন ও দূরত্ব ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনকে সহজ করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গণতন্ত্র রক্ষার স্বার্থে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তারেক রহমান বলেন, নির্বাচনের সময় ভোটাধিকার নিয়ে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা আমাদের দায়িত্ব। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার সম্ভব নয়। জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, একাত্তর ছিল স্বাধীনতার যুদ্ধ, আর বর্তমান সময় স্বাধীনতার রক্ষার যুদ্ধ। হাজারো শহীদের আত্মত্যাগ বিনিময়ে অর্জিত স্বাধীনতা যদি ফ্যাসিস্টদের দমননীতি ও দুঃশাসনের কাছে বিপন্ন হয়ে পড়ে, তবে সেটি হবে শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র। এই মূল্যবোধ রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোর দিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার। এজন্য গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে জাতীয় আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে হবে।
কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের আন্দোলনকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। দলীয় নেতাকর্মীদের তিনি আহ্বান জানান জনগণের মাঝে থেকে কাজ করে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করার জন্য।