বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর পল্টনে স্থানীয় শাখার মিলনায়তনে আজ অনুষ্ঠিত হয়েছে “ডিজিটাল ইলেকশন ক্যাম্পেইন কর্মশালা”। এতে অংশ নেন ঢাকা-৮ সংসদীয় আসনের বিভিন্ন পর্যায়ের জনশক্তি।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন।
প্রোগ্রামের সভাপতিত্ব করেন আসনের নির্বাচনী পরিচালক, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জননেতা শামসুর রহমান। আর অনুষ্ঠানটি পরিচালনা করেন আসনের সদস্য সচিব, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানার আমীর জননেতা শাহীন আহমদ খান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম, মিডিয়া বিভাগের দায়িত্বশীল আশরাফুল আলম ইমন, পল্টন থানার কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ও সাইয়েদ যোবায়ের প্রমুখ।