বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিবিএনপিপিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়: মির্জা ফখরুল

পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়: মির্জা ফখরুল

বাংলাদেশে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি কার্যকর করার উদ্যোগকে দেশের জন্য অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, এ দেশের মানুষ এই ভোটপ্রণালী সম্পর্কে অবগত নয় এবং এর সঙ্গে অভ্যস্তও নয়। ফলে বিএনপি কোনোভাবেই এ পদ্ধতি মেনে নেবে না।

চিকিৎসা শেষে বিদেশ থেকে ফিরে মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ১৩ আগস্ট স্ত্রীকে নিয়ে চোখের অপারেশনের ফলোআপ চেকআপের জন্য তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গিয়েছিলেন। ওইদিন থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা।

বিমানবন্দরে ফখরুল বলেন, “আমরা বারবার স্পষ্ট করেছি, পিআর পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। মানুষ এই পদ্ধতিকে বোঝে না, জানে না, আর এটিতে অভ্যস্তও নয়। অনেক প্রচেষ্টার পর ইভিএম বাদ দেওয়া হয়েছে, এখন আবার নতুন করে পিআর চাপিয়ে দেওয়া সঠিক হবে না। সরাসরি ভোট দিয়ে জনগণের মত প্রকাশের যে অধিকার রয়েছে, সেটি এই প্রক্রিয়ায় নিশ্চিত হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, “সংস্কার করাটা তাদের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া সবার প্রত্যাশা। তবে এটিকে পরিচালনা করার সিদ্ধান্ত ছাত্রদের হাতেই থাকা উচিত।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments