ক্ষমতার অপব্যবহার করে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
দুদক জানায়, মদিনা ডেটস অ্যান্ড নাটস নামের প্রতিষ্ঠানের অসম্পূর্ণ ঋণ প্রস্তাব যাচাই-বাছাই ছাড়াই অনুমোদনের সুপারিশ করা হয়। জামানতের বিষয় উপেক্ষা করে ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটি ও বোর্ড পর্যায়ে প্রভাব খাটিয়ে এ ঋণ অনুমোদন করানো হয়। এতে যোগসাজশে ৮৫৭ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ ও পাচার করা হয়েছে।
এ মামলার আসামির তালিকায় নজরুল ইসলাম মজুমদার ছাড়াও রয়েছেন—মদিনা ডেটস অ্যান্ড নাটস এর মালিক মোজাম্মেল হোসাইন, ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেন, সাবেক পরিচালক ও বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপনসহ আরও ১৭ জন কর্মকর্তা ও পরিচালক।
দণ্ডবিধির ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর বিভিন্ন ধারায় এ মামলা হয়েছে বলে দুদক নিশ্চিত করেছে।