বুধবার, আগস্ট ২০, ২০২৫
spot_img
Homeজাতীয়গভর্নরের নির্দেশ অমান্য করে অফিস করছেন বিএফআইইউ প্রধান

গভর্নরের নির্দেশ অমান্য করে অফিস করছেন বিএফআইইউ প্রধান

আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বাংলাদেশ ব্যাংক।

তবে গভর্নরের নির্দেশ অমান্য করে বুধবারও অফিস করেছেন তিনি। এ ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মঙ্গলবার বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ প্রধানকে ছুটিতে থাকতে হবে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। যদিও তিনি ভিডিওগুলো ভুয়া বলে দাবি করেন, প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে ভিডিওর সত্যতা পাওয়া গেছে।

এদিকে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের একাংশের কর্মকর্তারা দ্রুত তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর দাবি জানিয়ে গভর্নরের কাছে স্মারকলিপি দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments