বুধবার, আগস্ট ২০, ২০২৫
spot_img
Homeরাজনীতিছাত্রদলডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির মনোনীত ভিপি (ভাইস প্রেসিডেন্ট) হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান

জিএস (সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন পেয়েছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম

এছাড়া এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন দেওয়া হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদল নেতারা এই প্যানেল ঘোষণা করেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মনোনয়ন সংগ্রহের শেষ দিনেও চূড়ান্ত প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল। তখন একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্যানেল প্রকাশ করা হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments