হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যাবেন জামায়াতে ইসলামী নেতারা। আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় হাসপাতালে যাবেন দলের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।
এ সময় তাঁদের সঙ্গে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দলটি।