দৈনিক সমকাল পত্রিকার ২০ আগস্ট সংখ্যায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর জামায়াত।
পত্রিকার ৪র্থ পাতায় প্রকাশিত ‘সিলেটে সাদাপাথর চুরির সাথে জড়িত ৪২ জন’ শীর্ষক প্রতিবেদনে জামায়াত নেতাদের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। এ নিয়ে তারা ২০ আগস্ট এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুদকের বরাত দিয়ে প্রকাশিত ওই সংবাদের মাধ্যমে মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের নাম উদ্দেশ্যমূলকভাবে সংযুক্ত করা হয়েছে। অথচ তাদের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই। বৈধ উপায়ে কোয়ারি চালুর দাবিতে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে জামায়াত নেতারাও শ্রমিকদের কর্মসূচিতে বক্তব্য রাখেন। সেখানে কেবল বৈধ কোয়ারি চালুর দাবি জানানো হলেও বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালানো হয়েছে।
তারা আরও জানান, দুদকের রিপোর্টে জামায়াত নেতাদের নাম রয়েছে—এমন তথ্য অন্য কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। পূর্বের গোয়েন্দা রিপোর্টেও জামায়াতের কারও নাম ছিল না। শুধু সমকালে নাম সংযোজন করা হয়েছে, যা তাদের বিস্মিত ও হতবাক করেছে।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “এই কাল্পনিক, মনগড়া ও বানোয়াট সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” একইসঙ্গে জামায়াতের বিরুদ্ধে ভবিষ্যতে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।