বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান

ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সরকারি সফরে বুধবার রাতে ঢাকায় পৌঁছেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

পাকিস্তান হাই-কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এ সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।

সফরকালে জাম কামাল খান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এছাড়া তিনি সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন এবং ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের সাথেও বৈঠকে অংশ নেবেন।

আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্যের সুযোগ বৃদ্ধি, নতুন বিনিয়োগ খাত চিহ্নিত করা এবং বিদ্যমান বাধা দূর করার বিষয়গুলো গুরুত্ব পাবে।আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্যের সুযোগ বৃদ্ধি, নতুন বিনিয়োগ খাত চিহ্নিত করা এবং বিদ্যমান বাধা দূর করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments