সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে ব্যাপক পাথর লুটের ঘটনায় এবার মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১০ দিনের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাহেদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা জারি হয়।
এর আগে জেলা প্রশাসনের তিন সদস্যের কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তাতে ১৩৭ জনকে অভিযুক্ত করার পাশাপাশি কয়েকটি পর্যবেক্ষণ ও ১০টি সুপারিশও রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পর্যটনকেন্দ্র থেকে প্রায় ৮০ শতাংশ পাথর লোপাট হয়েছে। এতে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশ-বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এদিকে যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় সাদাপাথরে প্রতিস্থাপনের কাজ চলছে।
জেলা প্রশাসনের পূর্ববর্তী তদন্ত কমিটির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। তার সঙ্গে ছিলেন কোম্পানীগঞ্জের তৎকালীন ইউএনও আজিজুন্নাহার এবং পরিবেশ অধিদফতর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম।
বুধবার বিকেলে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। পরে এটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।