বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeতথ্যপ্রযুক্তি৬ মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ

৬ মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ

নিজস্ব প্রতিবেদক | ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার

আগামী ছয় মাসের মধ্যে যশোরে অবস্থিত ন্যাশনাল ডেটা সেন্টার (এনডিসি) এবং ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টারের সম্প্রসারণ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

বুধবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে এনডিসি ও ডিজাস্টার রিকভারি সেন্টারের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।

পরিদর্শন শেষে তিনি প্রকল্পের নকশা, সাইট এবং বিদ্যমান সুবিধা ঘুরে দেখেন এবং কার্যক্রম আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, “পার্কের অব্যবহৃত স্থাপনাগুলোকে কাজে লাগিয়ে স্থানীয় স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে হ্যাকাথন, আইডিয়াথন, স্টার্টআপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও বিজ্ঞান মেলার মতো উদ্যোগ নিয়মিত আয়োজন করতে হবে। এতে নতুন স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।”

তিনি আরও জানান, সাইবার নিরাপত্তা, ডিজিটাল ভেরিফিকেশন ও সাইবার সচেতনতা বিষয়ে সেমিনার আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

পরিদর্শনকালে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি সফটওয়্যার টেকনোলজি পার্কে কার্যরত সেবা ডট এক্সওয়াইজেড ও চালডাল ডট কম-এর কার্যক্রম ঘুরে দেখেন এবং বিকেলে সার্কিট হাউসে স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন। বিনিয়োগকারীদের ভাড়া কমানোর দাবি প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে এ বিষয়ে একটি কমিটি কাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments