আন্তর্জাতিক ডেস্ক | ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার
ইউক্রেনকে ঘিরে নিরাপত্তা প্রশ্নে আলোচনায় রাশিয়াকে বাদ দিলে কোনো সমাধান বের হবে না বলে সতর্ক করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার এক বক্তব্যে বলেন, “সম্মিলিত নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে, অথচ রাশিয়াকে বাদ দেওয়া হচ্ছে। এভাবে এগোলে কোনো ফল আসবে না।”
ল্যাভরভের এই মন্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-সহ কয়েকজন ইউরোপীয় নেতার হোয়াইট হাউস বৈঠকের পর। এর আগে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বৈঠক করেছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে রাশিয়াকে বাদ দিয়ে নিরাপত্তা ইস্যুতে টেকসই কোনো সমাধান সম্ভব নয়। তিনি আরও বলেন, “পুতিন-জেলেনস্কি বৈঠক হলে তা সতর্ক প্রস্তুতির মাধ্যমে হতে হবে, নাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
এদিকে জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রি ইয়ারমাক জানিয়েছেন, ওয়াশিংটন সফরের পর তিনি জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, ফিনল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। তার দাবি, ইউক্রেনের সামরিক বাহিনী ইতোমধ্যে নিরাপত্তা নিশ্চয়তার বিভিন্ন প্রতিরক্ষা উপাদান বাস্তবায়নের কাজ শুরু করেছে।
ইয়ারমাক আরও বলেন, রাশিয়া যদি শান্তি আলোচনায় বিলম্ব ঘটায়, তবে তাদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে।
সূত্র: আল জাজিরা