বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার উস্কানিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি খেলাফত...

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার উস্কানিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২১ আগস্ট ২০২৫

খেলাফত মজলিস বলেছে, নতুন বাংলাদেশে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও সংস্কারনির্ভর নির্বাচনের জন্য জুলাই সনদকে শক্তিশালী আইনি ভিত্তি দিতে হবে। দলটির মতে, নির্বাচনের পূর্বেই প্রয়োজনীয় সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।

বুধবার সন্ধ্যায় রাজধানীতে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চাপে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় দলটি।

সভায় নেতারা সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সমকামিতা ও ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক—ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার উস্কানি দেওয়া হয়েছে। খেলাফত মজলিস মনে করে, এটি সাইবার সুরক্ষা আইনে দণ্ডনীয় অপরাধ হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

নেতারা আরও বলেন, “ইসলাম ও সমাজবিরোধী অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। দল-মত নির্বিশেষে জাতি এ ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”

সভায় সভাপতিত্ব করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী এবং পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বৈঠকে কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments