২০ আগস্ট ২০২৫
বাংলাদেশে আগামী নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজনের দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, “জুলাই-আগস্টে তরুণদের আত্মদান শুধু সরকারের পতনের জন্য ছিল না, বরং স্বৈরতন্ত্র রোধের আকাঙ্ক্ষা থেকেই মানুষ রাজপথে নেমেছিল। আমরা সেই রক্তের দাবি পূরণে পিআর-ভিত্তিক নির্বাচনের আন্দোলন চালাবো।”
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রতিটি জেলায় গণসমাবেশ ও মিছিল এবং ঢাকার থানায় থানায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। পাশাপাশি পিআরের পক্ষে জনমত গড়ে তুলতে প্রচার সামগ্রী বিতরণ করা হবে।
পীর সাহেব চরমোনাই বলেন, “আমরা নির্বাচন চাই, তবে পুরোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য নয়। সরকার চাইলে পিআর পদ্ধতি নিয়ে কমিশনে আলোচনার এজেন্ডা তুলতে পারে, এমনকি গণভোটও হতে পারে। জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন।”
দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।