নয়া দিগন্ত অনলাইন | ২১ আগস্ট ২০২৫
মার্কিন ও ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে করা মামলায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন।
নিষেধাজ্ঞার আওতায় আইসিসির বিচারক কানাডার কিম্বারলি প্রোস্ট, ফ্রান্সের নিকোলা গিলু, ফিজির আইনজীবী নাজহাত শামিম খান ও সেনেগালের মামে মানদিয়ায়ে নিয়াংকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সম্পদ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই পদক্ষেপকে আইসিসি তাদের স্বাধীনতার ওপর ‘সুস্পষ্ট আক্রমণ’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে। জাতিসঙ্ঘও উদ্বেগ প্রকাশ করে জানায়, আদালতের কাজের প্রতি তাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।