জুলাই–আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু হয়েছে। একই সঙ্গে পলাতক আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। মামলার অভিযোগে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট আশুলিয়ায় হত্যার সঙ্গে লাশ পোড়ানোর ঘটনা উল্লেখ করা হয়েছে।