আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় এসআই শেখ অবজালুল হক আসামি থেকে রাজসাক্ষী হতে আবেদন করেছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে আদালতে এ আবেদন করেন।
এর আগে জুলাই আন্দোলনের ঘটনায় পাঁচ জনের মরদেহ পোড়ানো ও একজনকে জীবিত পুড়িয়ে মারার সঙ্গে ৪ আগস্ট একজনসহ সাতজন হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
মামলার আগে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। তিন আসামির মধ্যে একমাত্র তিনিই কারাগারে আটক রয়েছেন, বাকি দুজন পলাতক অবস্থায় রয়েছে।