বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট পুনরায় খুলে দেওয়া হলো

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট পুনরায় খুলে দেওয়া হলো

কাপ্তাই লেকের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর কারণে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র বুধবার রাত ৮টা থেকে বাঁধের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে পানি ছাড়া শুরু করেছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, হ্রদের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে ধাপে ধাপে জলকপাট খোলার পরিমাণ বাড়ানো হবে। বুধবার রাত ৮টায় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.৩৫ মিটার, যেখানে সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ মিটার।

এদিকে বিদ্যুৎকেন্দ্রে পাঁচটি ইউনিট সচল থাকায় প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নদীতে নির্গত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২২০ মেগাওয়াট।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি আসায় আগস্টের শুরুতে প্রথম দফায় জলকপাট খোলা হয়েছিল এবং বৃষ্টির কারণে হ্রদের পানি বৃদ্ধি পেয়ে পরবর্তীতে সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত খোলা হয়েছিল। সাত দিন পরে জলকপাট বন্ধ করা হলেও পুনরায় পানি বৃদ্ধি পাওয়ায় এবার পুনঃউদ্বোধন করা হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments