নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ার অঙ্গীকার সাদিক কায়েমের
স্টাফ রিপোর্টার | ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম জানিয়েছেন, নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পথচলা থামবে না।
বৃহস্পতিবার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এবারের ডাকসুতে রাজনীতির গণ্ডি ছাড়িয়ে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী অংশ নিচ্ছেন, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। তবে দুঃখজনকভাবে নারী শিক্ষার্থীরা এখনও নিরাপদ পরিবেশ পাচ্ছেন না। কটূক্তি, প্রোপাগান্ডা, বিদ্বেষপূর্ণ প্রচার ও সাইবার বুলিংয়ের কারণে অনেকেই রাজনীতিতে যুক্ত হতে নিরুৎসাহিত হচ্ছেন।
সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবে ছাত্রীদের সাহসী ভূমিকা আন্দোলনকে সফলতার দিকে এগিয়ে নিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংস্কৃতিতে নারীরা যথাযথভাবে অংশগ্রহণের সুযোগ পাননি। তাই এবারের নির্বাচনে তাদের অন্যতম প্রধান অঙ্গীকার একটি নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়া, যেখানে নারীরা স্বাধীনভাবে ও আত্মবিশ্বাসের সঙ্গে রাজনীতিতে অংশ নিতে পারবেন।
তিনি আরও যোগ করেন, “এ পথচলা সহজ নয়, তবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে নারীদের জন্য নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ার যাত্রা থেমে যাবে না।”