খেলা ডেস্ক | ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে সুযোগ পাচ্ছেন নিয়মিত, তবে বল হাতে সেভাবে ব্যবহারই করা হচ্ছে না সাকিব আল হাসানকে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে প্রতিটি ম্যাচে তিনি বল করছেন মাত্র এক ওভার।
চতুর্থ ম্যাচেও একই চিত্র। ত্রিনবাগোর বিপক্ষে ১৩তম ওভারে বল হাতে নেমে মাত্র ২ রান দিয়ে ফেরান ড্যারেন ব্রাভোকে। এ উইকেটের মধ্য দিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে তার শিকার হলো ৪৯৯। আর একটি উইকেট পেলেই বাঁহাতি বোলার হিসেবে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব।
তবে ব্যাট হাতে সাফল্য পাননি তিনি। পাঁচ নম্বরে নেমে ১৩ বলে করতে পেরেছেন মাত্র ৭ রান। দলের হয়ে ভরসা জুগিয়েছেন ফাবিয়ান অ্যালেন (২০ বলে ৪৫) ও ইমাদ ওয়াসিম (২৭ বলে ৩৯*)। তাদের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান তোলে অ্যান্টিগা।
জবাবে ত্রিনবাগো থেমে যায় ৬ উইকেটে ১৫৯ রানে। ৮ রানের জয়ে সাকিবদের অবস্থান এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। বাঁহাতি পেসার ওবেড ম্যাকয় ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।
টি-টোয়েন্টি ইতিহাসে ৫০০ বা তার বেশি উইকেট আছে এখন পর্যন্ত মাত্র চারজনের রশিদ খান (৬৫৮), ডি জে ব্রাভো (৬৩১), সুনিল নারিন (৫৯০) ও ইমরান তাহির (৫৪৯)। তাদের কাতারেই যোগ দিতে আর মাত্র একটি উইকেট দূরে সাকিব।