বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিবিএনপিবিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২১ আগস্ট ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী

  • আগামী ৩১ আগস্ট রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে “বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন।
  • ১ সেপ্টেম্বর সকালে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে।
  • একই দিন সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপি মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া জেলা ও মহানগরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে।
  • ২ সেপ্টেম্বর রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।
  • ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে।
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হবে।
  • সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে।
  • সুবিধাজনক সময়ে ঢাকাসহ দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments