শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়সময় টিভির সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা জুবায়েরের তীব্র নিন্দা

সময় টিভির সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা জুবায়েরের তীব্র নিন্দা

সময় টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২৩ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গত শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় সরকার প্রদত্ত জেলেদের সহায়তায় গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় স্থানীয় বিএনপি নেতা কাজী রাসেলের নেতৃত্বে ‘সময় টেলিভিশনের’ সহযোগী সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথের ওপর হামলা চালানো হয়। এতে দুই সাংবাদিক গুরুতর আহত হন।

জুবায়ের বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ওপর হামলা শুধু সাংবাদিকতা নয়, বাকস্বাধীনতার ওপরও নগ্ন হস্তক্ষেপ।”

তিনি সরকারকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments